শোষণমূলক আবাসন ভাড়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইমারতে ইসলামিয়া

0
99

ফেরত আসা শরণার্থীদের অতিরিক্ত ভাড়ায় আবাসন ইজারা দেয়া নিয়ন্ত্রণ করতে উদ্যোগ গ্রহণ করেছে ইমারতে ইসলামিয়ার বিচার মন্ত্রণালয়। এ উদ্দেশ্যে দেশের সকল সম্পত্তি নির্দেশিকা অফিসগুলোকে সতর্ক করেছে উক্ত মন্ত্রণালয়, যেন নৈতিক সীমার ঊর্ধ্বে কেউ অতিরিক্ত কমিশন দাবি না করে।

শরণার্থীগণ যেন সহজে তাদের বাড়িভাড়া পরিশোধ করতে পারে, তদনুযায়ী তাদের প্রতি সহযোগিতা পরায়ণ হতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ন্যায্য ভাড়া বজায় রেখে বাসস্থান ইজারা দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

শরণার্থীদের সহায়তা প্রদান, প্রয়োজন পূরণ ও কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে দাতব্য সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছে উক্ত মন্ত্রণালয়।

উল্লেখ্য যে, পাকিস্তান থেকে ২য় পর্যায়ে জোরপূর্বক নির্বাসনে হাজার হাজার আফগান শরণার্থী স্বদেশে ফিরে আসছেন। এই সুযোগে কাবুল ও অন্যান্য প্রদেশে আবাসন ভাড়া বাড়িয়েছে কোন কোন অসাধু ঘর মালিক। তাই আবাসন ভাড়া নিয়ন্ত্রণে সতর্কতা জারি করেছে ইমারতে ইসলামিয়ার বিচার বিষয়ক মন্ত্রণালয়।


তথ্যসূত্র:
1. Ministry of Justice to Takes Action Against Exploitative Housing Rentals
– https://tinyurl.com/3vh4z9se

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসলামের সাথে আপোষ করে কোনও আন্তর্জাতিক দাবি মেনে নেবে না ইমারতে ইসলামিয়া: আমীরুল মু’মিনীন
পরবর্তী নিবন্ধমার্কিনীদের হয়ে কাজ করা আফগান শরণার্থীদের দেশ ত্যাগে ৭ দিনের সময়সীমা দিল আমেরিকা