
ভারতের বেঙ্গালুরুতে ওয়াকফ বিল সংশোধনীর ওপর মত প্রকাশ করায় দুইজন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় প্রাক্তন সিটি কর্পোরেশন সদস্য ও মুসলিম সমাজের প্রখ্যাত আইনজীবী আহমদ কবির খান পলাতক রয়েছেন।
গত ১৩ এপ্রিল দ্য অবজারভার পোস্ট জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে আহমদ কবির খানকে ওয়াকফ সম্পত্তি ও মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। ভিডিওটিতে বলা হয়, ২০২৫ সালের প্রস্তাবিত ওয়াকফ বিল মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পত্তির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর আজাদ নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে বাশানগরের দুই মুসলিম বাসিন্দা- আব্দুল গণি (৫৬) ও সমাজকর্মী মোহাম্মদ জুবায়ের (৪০) কে গ্রেফতার করে। উভয়কেই ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, তাদের বক্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করা হয়েছে এবং সরকার বিরোধী বা উস্কানিমূলক বলে প্রচার করে গ্রেফতার করা হয়েছে। পরিবার সূত্র বলছে, তারা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অধিকার ও সম্পত্তি রক্ষার বিষয়ে সচেতনতা ছড়াতে চেয়েছিলেন।
এদিকে, আহমেদ কবির খান এখনও পালিয়ে রয়েছেন। তার ঘনিষ্ঠরা বলেছেন, তিনি কোনো ধরনের উস্কানি দেননি, বরং মুসলিম সমাজকে আসন্ন আইনি পরিবর্তন সম্পর্কে সচেতন করতে চেয়েছেন।
এই ঘটনার পর বেঙ্গালুরুসহ বিভিন্ন স্থানে মুসলিম সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করাও এখন ভারতীয় মুসলিমদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
তথ্যসূত্র:
1. Two Arrested in Bengaluru Over Viral Video Discussing Waqf Bill Amendment
– https://tinyurl.com/264rv3d3