ভারতের উত্তরাখণ্ডে সিলগালা করে দেওয়া হল ১৭০টি মাদরাসা

0
278

সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যজুড়ে অন্তত ১৭০টি মাদরাসা সিল করে দিয়েছে প্রশাসন। প্রশাসনের দাবি, প্রতিষ্ঠানগুলো রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করেছে এবং উত্তরাখণ্ড মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগে এগুলো নিবন্ধিত নয় বলে প্রমাণিত হয়েছে৷

১৪ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য সিয়াসত ডেইলি। প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে প্রশাসনিক অভিযানের অংশ হিসেবে ১৩ এপ্রিল হলদোয়ানির বনভুলপুরা এলাকায় একটি যৌথ অভিযান চালায়। জেলা প্রশাসন, পৌর কর্পোরেশন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত এই দল ৭টি মাদরাসা বৈধ নিবন্ধন না থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয়।

এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির দপ্তর জানায়, সরকার নিযুক্ত একটি বিশেষ টিমের মাধ্যমে পরিচালিত জরিপের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ধামি আরও বলেছে, ‘শিক্ষার নামে শিশুদের উগ্রবাদের দিকে ঠেলে দেওয়া কোনো প্রতিষ্ঠানকেই বরদাশত করা হবে না।’ সে মাদরাসা বন্ধের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান কেবল শুরু, আরও প্রায় ৫০০টি মাদরাসা তদন্তাধীন রয়েছে এবং পরবর্তীতে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। সিল করে দেওয়া অনেক প্রতিষ্ঠান বহু বছর ধরে চলে আসছিল, যা স্থানীয় মুসলিম জনগণের মধ্যে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে।

এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে নাগরিক অধিকার রক্ষাকারী সংস্থা ও মুসলিম ধর্মীয় নেতারা সরকারের কাছে স্বচ্ছতা ও তথ্যভিত্তিক তদন্তের দাবি জানিয়েছেন।

একজন আলেম জানান, ‘আমরা বেআইনি প্রতিষ্ঠান চাই না। কিন্তু ন্যায়বিচার ছাড়া শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে, তা একটি শান্তিপূর্ণ সম্প্রদায়কে আরও কোণঠাসা করে তুলবে।’


তথ্যসূত্র:
1. Atleast 170 madrasas sealed in Uttarakhand, CM calls it ‘historic step’
– https://tinyurl.com/386xw26f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে বেঙ্গালুরুতে ওয়াকফ বিল নিয়ে মত প্রকাশ করায় ২ মুসলিমকে গ্রেফতার
পরবর্তী নিবন্ধবাংলাদেশের পর ফিলিস্তিনের পক্ষে এবার পাকিস্তান-তুরস্কে লাখো মানুষের বিক্ষোভ