বাজার থেকে নিম্নমানের পণ্য অপসারণে তৎপর ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
91

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান জনস্বাস্থ্য রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বরাবরই সচেতন। সম্প্রতি, দেশটির লোগার প্রদেশে শিল্প ও বাণিজ্য অধিদপ্তর ৮ টন মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্য এবং খাদ্য বহির্ভূত পণ্য ধ্বংস করার কথা জানিয়েছে।

গত ১৩ এপ্রিল আফগান গণমাধ্যম বখতার নিউজের বরাতে জানা যায়, শিল্প ও বাণিজ্য অধিদপ্তরের প্রধান মৌলভী শাবির আহমদ সিদ্দিকী হাফিযাহুল্লাহ জানিয়েছেন, পুল-ই-আলম শহরের বিভিন্ন দোকান থেকে এসব পণ্য সংগ্রহ করা হয়। শিল্প বিষয়ক অধিদপ্তর, বাণিজ্যিক বিষয়ক অধিদপ্তর এবং ভোক্তা সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি যৌথ প্রতিনিধিদল পুঙ্খানুপুঙ্খ পরিদর্শনের পর, আদালতের আদেশে এই পণ্য ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, বাজার থেকে পুরানো এবং নিম্নমানের পণ্য অপসারণের কাজ চলমান থাকবে। জনস্বাস্থ্য রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য।

ইমারতে ইসলামিয়া প্রশাসন এ পদক্ষেপের মাধ্যমে সুস্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা জনগণের স্বার্থে বাজার ব্যবস্থাপনায় কঠোর থাকবে এবং নাগরিকদের স্বার্থ নিশ্চিত করার জন্য যে কোনও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


তথ্যসূত্র:
1. Eight Tons of Expired and Low-Quality Materials Destroyed in Logar
– https://tinyurl.com/2p95ebyv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের পর ফিলিস্তিনের পক্ষে এবার পাকিস্তান-তুরস্কে লাখো মানুষের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধআল্লাহর সাহায্যে, আমরা বিজয়ের খুব কাছাকাছি: আল-কায়েদা পশ্চিম আফ্রিকা