
আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ‘জেএনআইএম’। সম্প্রতি দলটির মিডিয়া শাখা “আয-যাল্লাকা” থেকে সংক্ষিপ্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যা মালির কেন্দ্রীয় মাসিনা অঞ্চলের দক্ষিণে নামপালা শহর থেকে ধারণ করা হয়েছে।
ভিডিওতে এই অঞ্চলে আল-কায়েদার সক্রিয়া সামরিক শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের (জেএনআইএম) একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতি পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন শাইখ তালহা আল-লিবি, মাহমুদ ব্যারি, আবু হামজা আশ-শানকিতী, শাইখ কৌফা ও শাইখ আইয়াদ আল-ঘালী সহ স্থানীয় অনেক প্রবীন নেতা ও গোত্র প্রধানরা।
শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রবীনদের উপস্থিতে অনুষ্ঠিত এই জলসায় বক্তব্য রাখেন ‘জেএনআইএম’ এর অন্যতম মুখপাত্র মাহমুদ ব্যারি (হাফিজাহুল্লাহ্)। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্যে করে তার বক্তব্যে বলেন, “হে মালি, বুরকিনা ফাসো এবং নাইজারে বসবাসরত আমাদের উম্মাহ! জেনে রাখুন যে, এই অপরাধী জান্তা জোট, যা নিজেকে AIS (সাহেল জোট) বলে দাবি করে। এই জোট প্রতিষ্ঠিত হয়েছে কেবল আপনাদের ভয় দেখানোর জন্য, আপনাদেরকে নিজ ঘরবাড়ি থেকে উচ্ছেদ করার জন্য, আপনাদেরকে নিজ ধর্ম এবং নিজ দেশে সম্মানজনক জীবন থেকে বঞ্চিত করার জন্য।”
এই জোটের অংশীদার জান্তা সরকারগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য এখানে রাশিয়ার ভাড়াটে ‘ওয়াগনার’ বাহিনীকে নিয়ে এসেছে, যারা আপনাদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এবং আপনাদের দেশের সম্পদ লুণ্ঠন করছে। ফলে আজ আপনাদের দেশে শক্তিশালী কোনো অর্থনীতি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, পানি নেই।
AIS (সাহেল জোট) দাবি করে আসছে যে, তারা সন্ত্রাসবাদের অবসান ঘটাবে; কিন্তু দেখা যাচ্ছে, এই অঞ্চলের আসল সন্ত্রাসী তারা নিজেরাই।
ইনশাআল্লাহ, অচিরেই আপনাদের মুজাহিদ সন্তানেরা এই অঞ্চলে সন্ত্রাসবাদের অবসান ঘটাবে এবং এখানে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে। সর্বোপরি এই অঞ্চলে ইসলামি শরিয়াহ্ ব্যাবস্থা ফিরিয়ে আনবে। আর মহান রব্বুল আলামিনের সাহায্যে, আমরা বিজয়ের খুব কাছাকাছি।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/nha8vdt4
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।