
গাজাবাসীর প্রতি সমর্থন এবং অবরুদ্ধ গাজায় বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে পাকিস্তানের রাস্তায় নেমেছেন লাখো জনতা। ১৪ এপ্রিল, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন।
১৩ এপ্রিল, রবিবার করাচির রাস্তায় ফিলিস্তিনের পতাকার পাশাপাশি হামাস নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে বর্বর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান তারা। আয়োজকরা জানিয়েছেন, এদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন।
নারী-পুরুষ নির্বিশেষে হাজারো মানুষ এই সমাবেশে অংশ নেন, যাদের মধ্যে অনেকেই সন্তানসহ উপস্থিত ছিলেন। শুধু মুসলমানই নয়, খ্রিস্টান ও হিন্দু ধর্মাবলম্বীরাও এই সংহতির মিছিলে অংশগ্রহণ করেন। “গাজা সংহতি মার্চ” শিরোনামে আয়োজিত এই বিশাল বিক্ষোভে করাচির প্রধান শাহরা-এ-ফয়সাল সড়ক মানুষে ভরে যায়।
এদিকে ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কেও। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে ১৩ এপ্রিল, রবিবার ইস্তাম্বুলের বেয়াজিত স্কয়ারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
তুরস্কের বেসরকারি সংস্থা আইএইচএইচ হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন গাজায় দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদের জন্য বেশ কয়েকদিন আগে এই বিক্ষোভের ডাক দেয়। রবিবার স্থানীয় সময় দুপুর ২টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। অংশগ্রহণকারীরা তুরস্ক এবং ফিলিস্তিনি পতাকা নেড়ে ‘খুনি ইসরায়েল, ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও’ স্লোগান দিয়ে ইয়েনিসেরির রাস্তা ধরে মিছিল করে।
পাশাপাশি আঙ্কারা প্যালেস্টাইন সলিডারিটি প্ল্যাটফর্মের (এএনএফআইডিএপি) সদস্যরা আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে।
এর আগে ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে ১২ এপ্রিল, শনিবার মার্চ ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের লাখ লাখ মানুষ। এরপরই ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে রাস্তায় নেমেছেন পাকিস্তান ও তুরস্কের লাখো জনতা।
তথ্যসূত্র:
1. Thousands descend on Karachi’s key roads in solidarity with Palestinians in Gaza
– https://tinyurl.com/4rth88ce
2. Thousands rally across Türkiye against Israel’s attacks on Gaza
-https://tinyurl.com/54a3yb7c