গাজায় বোমা ফেলে ভবন উড়িয়ে দিল দখলদার ইসরায়েল

0
150

ফিলিস্তিনের গাজায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ১৪ এপ্রিল, সোমবার সকাল না হতেই দক্ষিণ গাজায় ভয়ংকর শব্দে একের পর এক বোমা বিস্ফোরিত হতে থাকে। এ সময় বোমা ফেলে একটি ভবন সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ছয় জন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, খান ইউনিসের খুজা’আ শহরের ওই বাড়িতে বর্বর ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এতে চোখের পলকে ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। তারা কোনো সতর্কতা ছাড়াই বেসামরিকদের অবস্থান নেওয়া বাড়িটি ধ্বংস করে।

গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, হতাহতদের ইউরোপীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অপ্রতুল সরঞ্জামের কারণে অনেকেই বিনা চিকিৎসায় মেঝেতে কাতরাচ্ছেন।

এদিকে রাফাহ উপকূলে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন জেলে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও রাফাহের উত্তরাঞ্চলে ইসরায়েলি সৈন্যরা আরও আবাসিক বাড়ি গুড়িয়ে দিয়েছে। সেখানকার পরিস্থিতি ভয়াবহ।


তথ্যসূত্র:
1. Several Palestinians killed and injured in Israeli airstrikes in Gaza
– https://tinyurl.com/5h53vyme
2. 6 Palestinians killed in Israeli strikes in Khan Younis
– https://tinyurl.com/4jaudttj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাগরাম বিমান ঘাঁটিতে আমেরিকান বিমান অবতরণের দাবি মিথ্যা, বলেছে আমেরিকা
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসো || শত্রু বাহিনীকে হটিয়ে ১৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা