বুরকিনা ফাসো || শত্রু বাহিনীকে হটিয়ে ১৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা

0
331

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)। দলটির অফিসিয়াল আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, মুজাহিদিনরা চলতি এপ্রিল মাসের ১-১৫ তারিখের মধ্যে বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রায় দুই ডজন সামরিক অপারেশন পরিচালনা করছেন।

সূত্রমতে, জেএনআইএম মুজাহিদিনরা তাদের বীরত্বপূর্ণ এসকল অভিযান বুরকিনা ফাসোর ৭টি রাজ্যের ১২টি শহরে পরিচালনা করছেন। মুজাহিদিনরা এসময় জান্তা বাহিনীকে হটিয়ে অন্তত ১৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন। এসকল ঘাঁটির কোনোটি জান্তা বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের পর, আবার কোনোটি কোনো লড়াই ছাড়াই জান্তা বাহিনীর পলায়নের মধ্য দিয়ে মুজাহিদিনরা নিয়ন্ত্রণে নেন। ফলশ্রুতিতে বহু সংখ্যক শত্রু সৈন্য নিহত ও আহত হয়, সেই সাথে মুজাহিদিনরা বেশ কিছু সামরিক যানের পাশাপাশি অগণিত অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেন।

মুজাহিদিনরা তাদের উপরোক্ত ১৪টি বিজয় অভিযানের মধ্যে ৬টিই পরিচালনা করেন কোলবেলোগো রাজ্যে। মুজাহিদিনরা ২টি করে মোট ৬টি বিজয় অভিযান পরিচালনা করেন ওয়াহিগৌয়া, কিয়া ও ফাদাঙ্গোরমা রাজ্যে। এছাড়া মুজাহিদিনরা ১টি করে আরও ৩টি বিজয় অভিযান পরিচালনা করেন বোবো গোলাসো, দেদুগু এবং সৌম রাজ্যে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/mv33ay7m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বোমা ফেলে ভবন উড়িয়ে দিল দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধনিউইয়র্কে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত