বিগত অর্থবছরে তালিবান শিক্ষা মন্ত্রণালয়ের ১২১টি সম্পত্তি অবৈধ দখল হতে পুনরুদ্ধার

2
92

বিগত ১৪০৩ সৌরহিজরি অর্থবছরে অবৈধ দখলে থাকা তালিবান শিক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন ১২১টি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারী মনসুর আহমেদ হামজা হাফিযাহুল্লাহ উল্লেখ করেন, সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে ১০৪টি বিদ্যালয়, ১১টি আবাসিক এলাকা, ৫টি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি প্রশাসনিক বিভাগ। এতে সর্বমোট প্রায় ৮ হাজার ৩০০ একরের অধিক জমি অবৈধ দখলমুক্ত হয়েছে।

উক্ত সম্পদগুলো দীর্ঘদিন যাবত অবৈধ দখলে ছিল। সম্পত্তিগুলো দখলমুক্ত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাগণ ভূমিকা পালন করেছেন, তাদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখপাত্র হামজা হাফিযাহুল্লাহ।

উল্লেখ্য যে, ক্ষমতায় আসায় পর হাজার হাজার একর রাষ্ট্রীয় মালিকানাধীন জমি সফলভাবে অবৈধ দখলমুক্ত করেছে ইমারতে ইসলামিয়া, এ প্রচেষ্টা সারাদেশে অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
1. Over 120 Education Ministry Properties Retrieved Last Year
– https://tinyurl.com/3c6wa75a

2 মন্তব্যসমূহ

    • এই ক্যালেন্ডারটা মূলত তৎকালীন পারস্য সভ্যতার সময় সূর্যের আবর্তনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। পরবর্তীতে ইসলামী শাসনের প্রভাবে এটার গণনা নবিজির হিজরতের সাথে সম্পৃক্ত করা হয়েছে। কিন্তু এটার গণনার সূর্যের আবর্তন ভিত্তিক।

      অর্থাৎ বর্তমান সময়ের এই ক্যলেন্ডারের গণনা শুরু হয়েছে হিজরতের পর থেকে। তবে এটি চন্দ্রভিত্তিক ক্যলেন্ডার নয়। সৌরভিত্তিক ক্যালেন্ডার।

      ১৪০৩ সৌর হিজরি হল= ২০ মার্চ ২০২৪ থেকে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত। এই অর্থবছরটি কিছুদিন আগেই গত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিউইয়র্কে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
পরবর্তী নিবন্ধগাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করল বর্বর ইসরায়েল