
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের লাগাতার বিমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যু মিছিল যেন থামছেই না। ১৪ এপ্রিল, সোমবার আরও কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
এর ফলে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৮৩ জনে। এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে। বাস্তবচিত্র আরও ভয়াবহ—ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনও উদ্ধার হয়নি। সড়কে ও ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির নিচে পড়ে রয়েছেন অনেকেই।
১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার নতুন করে হামলা শুরু করে সন্ত্রাসী ইসরায়েল। তারপর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ হাজার ২০০ জনের বেশি।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, দখলদার ইসরায়েলের এই টানা হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। একইসঙ্গে অঞ্চলটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে হাসপাতাল, স্কুল, আবাসিক ভবন এবং পানি-বিদ্যুৎ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনাও।
তথ্যসূত্র:
1. Gaza death toll nears 51,000 as Israel’s genocidal war continues unabated
– https://tinyurl.com/k5sxupfn