কাবুল-মস্কো বৈঠক: বাণিজ্যিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে আগ্রহী উভয় পক্ষ

0
259

আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে ইমারাতে ইসলামিয়ার গণপূর্তমন্ত্রী মাওলানা মুহাম্মাদ ঈসা আখুন্দ হাফিযাহুল্লাহ ও আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনাভের মধ্যে।

গত ১৪ এপ্রিল আফগান গণমাদ্যম টোলো নিউজে প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা যায়, বৈঠকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সালাং সুড়ঙ্গ পুনর্গঠন, রেলপথ আধুনিকীকরণ এবং রাশিয়া থেকে প্রয়োজনীয় রেল সরঞ্জাম সংগ্রহের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

গণপূর্তমন্ত্রী মাওলানা ঈসা বৈঠকে আফগানিস্তানের অবকাঠামো খাতে রাশিয়ার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের প্রতি আলোকপাত করেন। এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনাভও জানান, আফগানিস্তানের মহাসড়ক ও রেলপথ উন্নয়নে মস্কো সক্রিয়ভাবে সহযোগিতা করতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের ভূ-রাজনৈতিক অবস্থান এমন যে, যদি রেল অবকাঠামোতে আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি পায়, তবে দেশটি মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি কৌশলগত যোগাযোগ সেতু হিসেবে আবির্ভূত হতে পারে।

উল্লেখ্য, গত সপ্তাহে হাইরাতান, খাফ-হেরাত, তোরঘুন্ডি ও আকিনা রেলপথ দিয়ে মোট ৭৬ হাজার মেট্রিক টনেরও বেশি পণ্য আমদানি, রপ্তানি ও ট্রানজিট হয়েছে—যা আফগানিস্তানের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করে।


তথ্যসূত্র:
1.Kabul and Moscow Discuss Expanding Transport Infrastructure Cooperation
– https://tinyurl.com/455ejwbk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যা করল বর্বর ইসরায়েল
পরবর্তী নিবন্ধতালিবান বিশেষ পুলিশ বাহিনীর সফল অভিযানে কাবুলে অপহরণ চক্র নির্মূল