
খোদ সামরিক বাহিনীতেই জোরালো হচ্ছে যুদ্ধ বন্ধের দাবি। যাতে চাপ বাড়ছে দখলদার ইসরায়েলি প্রশাসনের উপর। গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে আবারও চিঠি পাঠিয়েছে কমপক্ষে দেড়শো ইসরায়েলি সেনা অফিসার।
অবিলম্বে যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের ফেরত আনার দাবি জানিয়ে এ চিঠিতে সাক্ষর করে আইডিএফের গোলানি ব্রিগেডের সদস্যরা। এর আগে গত সপ্তাহেও বিমানবাহিনীর ১ হাজার ও গোয়েন্দা বাহিনীর কয়েকশ সদস্য নেতানিয়াহু বরাবর যুদ্ধ বন্ধের দাবিতে চিঠি পাঠিয়েছে। তবে শুধু সেনারাই নয়, সাবেক গোয়েন্দা কর্মকর্তা, শিক্ষাবিদ ও চিকিৎসকরাও এই দাবি জানিয়েছে।
দখলদার ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছিল কয়েকদিন আগে। বিমানবাহিনীর ১০০০ সেনা যুদ্ধ বন্ধের দাবিতে খোলা চিঠি দিয়েছিল। এবার তাদের সেই দাবিতে নতুন করে সমর্থন জানাল ২৫০ জনের বেশি সাবেক মোসাদ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী। এদের মধ্যে আছে গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান ড্যানি ইয়াতোম, এফ্রায়িম হালেভি ও তামির পারদো। তাদের চিঠিতে বলা হয়েছে, ‘গাজায় যুদ্ধ চলতে থাকায় বন্দি ও সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে। এই কষ্ট থামাতে সরকারকে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে।’
চিকিৎসকরা বলেছে, ‘আমরা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে রিজার্ভ চিকিৎসক হিসাবে কাজ করি। আমরা দাবি করছি, গাজা যুদ্ধ অবিলম্বে থামাতে হবে এবং বন্দিদের ফিরিয়ে আনতে হবে।’ তাদের মতে, যুদ্ধ এখন আর নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক স্বার্থে চালানো হচ্ছে।
পিটিশনে তারা আরও বলে, “৫৫০ দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইসরায়েলের জন্য ব্যাপক ক্ষতির কারণ হয়েছে। আমরা বেদনার সঙ্গে বলছি, এই যুদ্ধ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে, এর সঙ্গে নিরাপত্তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা চিকিৎসক হিসাবে জীবনের পবিত্রতায় বিশ্বাস করি। যুদ্ধ চালিয়ে যাওয়া ও বন্দিদের পরিত্যাগ করা আমাদের নৈতিকতার পরিপন্থী।”
এদিকে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছে দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী ড্যান হালুৎজ। সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর সমালোচনা করে সে। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে হালুৎজ বলে, ইসরায়েলের জন্য ‘একটি সরাসরি হুমকি’।
তথ্যসূত্র :
1. Over 150 ex-Israeli navy officers join air force veterans in urging end to Gaza war
– https://tinyurl.com/3r9n373h
2.150 Israeli Soldiers Urge Netanyahu to End Gaza War
– https://tinyurl.com/5esvwn65