
ফিলিস্তিনের জনগণের প্রতি দৃঢ় সংহতি জানিয়ে পর্যটননির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। দেশটির সংসদে গৃহীত নতুন আইনে ইসরায়েলিদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
গত ১৫ এপ্রিল মালদ্বীপের সংসদে আইনটি সর্বসম্মতভাবে পাস হয় এবং সংসদে পাসের পরপরই প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু এতে অনুমোদন দেন। প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান বর্বর গণহত্যার বিরুদ্ধে মালদ্বীপ সরকারের অটল অবস্থানকে তুলে ধরে। ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত বছর (২০২৪ সালের জুনে) প্রেসিডেন্ট মুইজ্জু প্রথমবারের মতো ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় একটি বিশেষ কমিটি গঠন করে বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয়। সব প্রক্রিয়া শেষ করে এবার আনুষ্ঠানিকভাবে আইনটি সংসদে পেশ করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা অনুমোদন দেওয়া হয়।
তথ্যসূত্র:
1. Maldives bans Israeli passport holders in response to Gaza war
– https://tinyurl.com/2dw4t7ep