
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে হাছেনুর (২২) নামের এক যুবককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৬ এপ্রিল) উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হাছেনুর সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, দুপুরে নিজ জমিতে ঘাস কাটতে যান হাছেনুর। একপর্যায়ে তাকে গুলি করে বিএসএফ সদস্যরা। সঙ্গে সঙ্গে তিনি জমিতে লুটিয়ে পড়েন। পরে বন্দুকের গোড়া দিয়ে এলোপাতাড়ি মারধর করে তারা। একপর্যায়ে টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যায় বিএসএফ। ফলে গুলিবিদ্ধ হাছেনুর জীবিত আছেন কি না মারা গেছেন তা জানা যায়নি।
তথ্যসূত্র:
১. সীমান্তে বাংলাদেশিকে গুলি, পরে পিটিয়ে ভারতে নিয়ে গেলো বিএসএফ
– https://tinyurl.com/bdhf75ub