জম্মু ও কাশ্মীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারতীয় সেনা সদস্যের মৃত্যু

0
38

অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক দখলদার ভারতীয় সৈন্য। মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সংবাদ প্রকাশ করে কাশ্মীর মিডিয়া সার্ভিস।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, জম্মুর বারি ব্রাক্ষ্মণা থেকে সিকান্দারবাদমুখি একটি চলন্ত ট্রেনের ছাদে ওঠে ওই ভারতীয় সৈন্য। এসময় উচ্চ ভোল্টেজের ওভারহেড তারের সংস্পর্শে আসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

নিহত ওই ভারতীয় সৈন্যের নাম রাম চন্দর (২৪)। সে ভারতের রাজস্থানের যোধপুর এলাকার বাসিন্দা এবং শ্রীনগরের ভারতীয় সেনাবাহিনীর ১২৫ নং ব্যাটালিয়নে কর্মরত ছিল।


তথ্যসূত্র:
1. Indian army personnel electrocuted to death in Jammu
– https://tinyurl.com/y4u9sd4v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআদান-ইয়াবালে ১৪ হাজার সেনার বিরুদ্ধে শাবাবের যুগান্তকারী অভিযান: ১০টি ঘাঁটি সহ সম্পূর্ণ জেলা শহর বিজয়
পরবর্তী নিবন্ধসীমান্তে গুলি করার পর বাংলাদেশি যুবককে মারধর করে ভারতে নিয়ে গেল বিএসএফ