সুন্দরবনে বাংলাদেশের সীমানায় ঢুকে জেলেদের উপর হামলা চালিয়েছে বিএসএফ; ছিনিয়ে নিয়েছে ২টি নৌকা

0
42

সুন্দরবনে বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একদল জেলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার সীমান্তবর্তী কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জেলেরা গণমাধ্যমকে জানিয়েছে, বিএসএফ সদস্যরা তাদের মারধর করে দুইটি নৌকা ছিনিয়ে নিয়ে যায়।

হামলার শিকার জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান, শাহাজান, ফরেজ গাজীর ছেলে শাহাদাৎ, শাহাজান, আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

ঘটনার শিকার শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে জানিয়েছে, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে চারদিন আগে তারা সুন্দরবনে যান। তিনটি নৌকার ১২ জন জেলে দুই দিন ধরে বাংলাদেশের সীমানাভুক্ত উলোখালীর চরে পাটা জাল পেতে মাছ ধরছিলেন। একপর্যায়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুইটি স্পিডবোট নিয়ে বিএসএফ সদস্যরা আকস্মিকভাবে সেখানে উপস্থিত হয়ে তাদের মারধর শুরু করে।

তিনি আরও জানান, পেতে রাখা জাল ও সেখানে থাকা নৌকা ফেলে বনের মধ্যে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন জেলেরা। জাল একইভাবে পাতা থাকলেও বিএসএফ সদস্যরা নৌকা দুটি নিয়ে যায়। বর্ডার এলাকায় মাছ ধরতে যাওয়ার কারণে তাদের ওপর হামলা করা হয়েছে।


তথ্যসূত্র:
১. সুন্দরবনে বাংলাদেশের সীমানায় ঢুকে জেলেদের ওপর বিএসএফের হামলা.
-https://tinyurl.com/4r5zbxr7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে গুলি করার পর বাংলাদেশি যুবককে মারধর করে ভারতে নিয়ে গেল বিএসএফ
পরবর্তী নিবন্ধশেখ পরিবারের নামে থাকা তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট জারি