
গাজা সীমান্তে এবার নিজেদের বসতিতেই বোমা হামলা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামাসের বিরুদ্ধে হামলা চালাতে গিয়ে ইসরায়েলি যুদ্ধবিমান ইহুদি জনবসতির উপরেই বোমাবর্ষণ করেছে।
বুধবার সকালের ওই ঘটনার পরেই অবশ্য নিজেদের পক্ষে সাফাই গেয়েছে আইডিএফ। তারা দাবি করছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই গাজা সীমান্তের দুই কিলোমিটার দূরে ইতজাকের কাছে ইসরায়েলি ভূখণ্ডের ওপর যুদ্ধবিমান থেকে কয়েকটি বোমা পড়ে গেছে। নেতানিয়াহুর গাজা সফরের দিনেই ঘটেছে এটি।
বোমাটি দক্ষিণ গাজা সংলগ্ন নির ইথজাক কিব্বুৎজের কাছে পড়ে, যা সীমান্ত থেকে প্রায় দুই মাইল দূরে অবস্থিত। এটি কী ধরনের বোমা ছিল তা জানায়নি আইডিএফ।
নির ইতজাকের একজন মুখপাত্র জানিয়েছে, বোমাটি গ্রামের খামার এলাকায় পড়ে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, বাসিন্দারা ইয়েদিওথ আহরোনোথ দৈনিককে জানায়, তারা অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি কারণ তারা গাজায় ইসরায়েলের সামরিক তৎপরতার কারণে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শুনে অভ্যস্ত। তবে তারা একটি বিস্ফোরণের শব্দ শুনেছে।
গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর এটি প্রথম কোনো ঘটনা নয়। ২০২৪ সালের জুন মাসে, গাজা লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ট্যাঙ্ক শেল লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্ত বেড়ার কাছে ইসরায়েলি ভূখণ্ডে পড়েছিল।
এক মাস আগে, এশকোল অঞ্চলের মোশাভ ইয়াতেতের বাড়িগুলোর মধ্যে একটি এফ-১৫ যুদ্ধবিমান থেকে ফেলা ৫০০ কিলোগ্রাম ওজনের একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। যা সামরিক বাহিনী ‘ব্যতিক্রমী, বিরল এবং বিপজ্জনক’ বলে অভিহিত করেছিল।
তথ্যসূত্র :
1. Israeli fighter jet accidentally drops bomb near Gaza border settlement: Army
– https://tinyurl.com/4e23p2de
2. Israeli fighter jet drops bomb near Israeli community on Gaza border after “technical malfunction,” IDF says
– https://tinyurl.com/4cx9fybs