১৬৪ ধারায় দায় শিকার করেও শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৪ বছরের জেল; ফাঁসি না হলে আত্মহত্যার হুমকি মায়ের

0
78

চুয়াডাঙ্গার দর্শনায় শিশু সুমাইয়া ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় দর্শনা প্রেসক্লাবের সমানে শিশু সুমাইয়া ধর্ষন ও হত্যাকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে সুমাইয়ার মা গণমাধ্যমকে জানিয়েছেন, আমার মেয়ে সুমাইয়াকে যে নির্মমভাবে নিযার্তন ও ধর্ষণ করে হত্যা করেছে সে কারনে আমি চাই, ধর্ষণকারী মোমিনুল ইসলামের ফাঁসি হোক। যদি মোমিনুলের ফাঁসি না হয়, তাহলে আমি আত্মহত্যা করবো। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আগে সুমাইয়ার বিচার হবে। তারপর আছিয়ার বিচার হবে। এছাড়া তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা জেলা জজ আমাকে ডেকে বলেন, শোন মেয়ে মোমিনুলের ৫ বছর জেল হাজতে আছে আর ৪ বছর জেল হতে পারে। আমি বলেছি, আমি এ বিচার মানি না। তার ফাঁসি হতে হবে।

উলেখ্য, ২০২০ সালের ২ ফেব্রুয়ারী সকালে জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর বাজারের নাসিরুল ইসলামের মেয়ে প্রথম শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন (৬) স্কুলে যাওয়ার সময় একই গ্রামের পশ্চিম পাড়ার নুর ইসলামের ছেলে মোমিনুল ইসলাম (১৭) তাকে জোর পূর্বক তুলে নিয়ে যায়। এরপর দিনভর খোঁজাখুঁজির পর ওই দিন বেলা আড়াইটার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সামনের মাঠে সীম বাগানের নিচে সুমাইয়া খাতুনের মরদেহ পাওয়া যায়। এসময় সুমাইয়ার পরনে কোন বস্ত্র ছিলোনা, তার পরনের প্যান্ট মুখের মধ্যে গোঁজা ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে শ্যাম্পু উদ্ধার করে। শ্যাম্পুর সুত্র ধরে গ্রামের দোকানীদের জিজ্ঞাসাবাদের পর পারকৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ার নুর ইসলামের ছেলে মোমিনুল ইসলামকে (১৭) কে সনাক্ত করতে সক্ষম হয়।

এ সময় পুলিশ তাকে আটক করে মামলার পারে আদালতে সোপর্দ করে। এরপর মোমিনুল ম্যাজিট্রেটের কাছে দেয়া ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। দীর্ঘ ৫ বছর এ মামলাটি চলমান রয়েছে।


তথ্যসূত্র:
১. চুয়াডাঙ্গার দর্শনায় শিশু সুমাইয়া ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
– https://tinyurl.com/3jru3s7u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমেয়ের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধনিজেদের বসতির কাছেই বোমা ফেলল দখলদার ইসরায়েলি যুদ্ধবিমান