
ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বর্বর বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০২ জন। এটি দেশটিতে চালানো মার্কিন বাহিনীর ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি বলে আশঙ্কা করা হচ্ছে।
ইয়েমেনের সংবাদ মাধ্যমের বরাতে ১৮ এপ্রিল, শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
দেশটির স্বাস্থ্য-বিষয়ক অফিসের বরাতে আল মাসিরাহ টিভি জানিয়েছে, ১৭ এপ্রিল, বৃহস্পতিবারের হামলায় আরও ১০২ জন আহত হয়েছেন।
আল মাসিরাহ জানায়, নিহতদের মধ্যে বেশিরভাগই শ্রমিক এবং বন্দর সংশ্লিষ্ট বেসামরিক কর্মী ছিলেন। গুরুতর আহত অনেককে রাজধানী সানা ও হোদাইদাহ শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েক ডজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ইয়েমেনে হামলার পরিমান বাড়িয়েছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা।
সর্বশেষ আপডেটে ১৪ এপ্রিল, সোমবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন হামলায় আরও ২৪৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
তথ্যসূত্র :
1. At least 38 killed, 102 injured in US air strikes on Yemen: Report
– https://tinyurl.com/ynp5bu55
2. U.S. strikes on the Ras Isa fuel port in western Yemen killed at least 38 people
-https://tinyurl.com/uxvtwcuz