জার্মানিতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার

0
53

জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ১৭ এপ্রিল, বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালে তাদের গ্রেফতার করা হয়।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইহুদিবাদী দখলদার ইসরায়েলের হামলা এবং বার্লিন রাজ্য সরকারের চারজন ফিলিস্তিনি সমর্থককে বহিষ্কারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একদল শিক্ষার্থী এমিল ফিশার লেকচার হলের বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশ করে। তারা ভবনের জানালায় ব্যানার ঝুলিয়ে দেয়; যাতে লেখা ছিল- ‘আপনি গণহত্যায় জড়িত’, ‘একটি মাত্র রাষ্ট্র আছে, ফিলিস্তিন ৪৮’, ‘বিজয় না হওয়া পর্যন্ত ইন্তিফাদা’।

ভবনের বাইরে, প্রায় ২০ জন বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরাইল বয়কট করো’, ‘কোনও সীমান্ত নেই, কোনো বহিষ্কার নেই’, ‘জার্মানি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র’ এবং ‘আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিরোধ একটি অধিকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এ সময় পুলিশ ভবনের বাইরে কমপক্ষে পাঁচ বিক্ষোভকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ‘প্রেস’ লেবেলযুক্ত জ্যাকেট পরা ব্যক্তিরাও ছিলেন।

মার্কিন জার্মানি এবং যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন এবং সামরিক সহযোগিতায়, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালিয়ে আসছে, যার ফলে ১,৬৭,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং ১১,০০০ এরও বেশি নিখোঁজ হয়েছে।


তথ্যসূত্র :
1. German police arrest university students showing solidarity with Palestine
– https://tinyurl.com/2pdsx629
2. German police arrest 5 students during protest against Israeli attacks on Gaza
– https://tinyurl.com/mryraewc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৩৮ নিহত, আহত ১০২
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || হারাকাতুশ শাবাব মুজাহিদিন কর্তৃক বিজিত আদান-ইয়াবাল থেকে কিছু স্থির চিত্র