
গত ১৭ই এপ্রিল নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে ইমারতে ইসলামিয়ার নাম বাতিল করেছে রাশিয়ান ফেডারেশনের সুপ্রিম কোর্ট। প্রসিকিউটর জেনারেল কার্যালয়ের আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে রাশিয়ার সুপ্রিম কোর্ট এই রায় দেয়।
এ উপলক্ষে ১৭ এপ্রিল ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ’র সাথে এক বৈঠকে সাক্ষাত করেছে আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভ। বৈঠকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটি ইমারতে ইসলামিয়ার সরকারের নিকট আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছেন রুশ রাষ্ট্রদূত।
এই পদক্ষেপের জন্য রাশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রী মৌলভী মুত্তাকি হাফিযাহুল্লাহ। এটি আফগান-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এর মাধ্যমে উভয় দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে একটি বড় বাধা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য যে, এর আগে তালিবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছিল কাজাখিস্তান ও কিরগিজস্তান। এছাড়া চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানসহ বেশ কয়েকটি দেশ কাবুলে তাদের দূতাবাস চালু রেখেছে।
তথ্যসূত্র:
1. Russian Supreme Court Delists IEA, Paving the Way for Enhanced Relations
– https://tinyurl.com/5xtva4ms