গাজায় ঝরছে রক্ত, সৌদিতে চলছে অশ্লীল নাচ-গান আর চলচ্চিত্র উৎসব

0
184

৫৫০ দিনের বেশি সময় ধরে জ্বলছে গাজা। আগুন–রক্ত–ধ্বংসের বিভীষিকায় রূপ নিয়েছে অবরুদ্ধ উপত্যকাটি। দখলদার ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। স্বজন হারানোর আর্তনাদে ভারি হয়ে উঠেছে আকাশ।

নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতায় নীরব ভূমিকার জন্য সমালোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। বিশ্বের বিভিন্ন দেশে যখন ফিলিস্তিনের পক্ষে মানুষ বিক্ষোভে অস্থির, তখন আরব দেশগুলোতে চলছে অশ্লীল নাচ-গান আর চলচ্চিত্র উৎসব।

এরই ধারাবাহিকতায় এবার সৌদি আরবে ক্রমবর্ধমান চলচ্চিত্র সংস্কৃতিকে এগিয়ে নিতে চলচ্চিত্র উৎসবের ১১তম আসর শুরু হয়েছে। ১৭ এপ্রিল, বৃহস্পতিবার কিং আব্দুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারে (ইথ্রা) জমকালো আয়োজনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলা এই প্রোগ্রামটি তারকাদের একটি অবিচ্ছিন্ন প্রবাহ যা চলচ্চিত্র প্রদর্শন, সেমিনার, কর্মশালা, মাস্টারক্লাস এবং লোভনীয় গোল্ডেন পাম পুরস্কারসহ নানা ইভেন্টে পরিপূর্ণ থাকবে।

২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সৌদির এই চলচ্চিত্র উৎসব কিংডমের দীর্ঘতম চলমান সিনেমা ইভেন্টে পরিণত হয়েছে। এ বছর, ৬৮টি স্ক্রীনিংয়ের মধ্যে ৩৬টি সৌদি এবং উপসাগরীয় চলচ্চিত্র লাইভ-স্ট্রিম করা হচ্ছে।

চলতি সপ্তাহেই সৌদি আরবের আল-উলা’র জাবাল আল-ফিলে আয়োজন করা হয় ডিজে পার্টির। বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে পাশ্চাত্য সুরে রাতভর নাচ-গানে মেতেছে তরুণ-তরুণীরা। যা এরইমধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।


তথ্যসূত্র :
1.11th Saudi Film Festival opens with a night of cinema, culture, stars
-https://tinyurl.com/22xh2nyt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে মুসলিমদের নিরাপত্তা প্রদানে ঢাকার আহ্বান প্রত্যাখ্যান করল দিল্লি
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড়