ভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে আলেম-জনতার বিক্ষোভ

0
161

ইসরায়েল অনেক দূরে—সেখানে সরাসরি প্রতিরোধে অংশ নেওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু ভারতের অবস্থান ঠিক বাংলাদেশের পাশেই। তাই ভারতের মাটিতে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ না হলে, সীমান্ত পেরিয়ে বাংলার কোটি মুসলমান প্রতিবাদে ও প্রতিরোধে নামতে বাধ্য হবে — এমনই হুঁশিয়ারি দিয়েছেন নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত বিশাল প্রতিবাদ সমাবেশে উপস্থিত আলেম-ওলামা ও তৌহিদি জনতা।

১৮ এপ্রিল, শুক্রবার জুম্মার নামাজ শেষে সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াত আয়োজিত স্থানীয় শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ জিআরপি মোড়ে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ওই হুশিয়ারি দেওয়া হয়।

এসময় তারা আরও বলেন, নব্য ইসয়য়েল ভারতে মাত্রাতিরিক্তহারে মুসলিম নির্যাতন বেড়েছে। কখনো মুসলিম মেয়েদের হিজাব ও বোরকা খুলে ফেলছে,আবার আলেমদের দাড়ি নিয়ে টানাহেঁচড়া করছে। মুসলিমদের ওপর অব্যাহত নির্যাতনের পাশাপাশি ওয়াকফ বিলের মাধ্যমে ভারতে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, মাজার ভাঙ্গার গভীর ষড়যন্ত্র করেছে উগ্র বিজেপি সরকার। তাই ইসরায়েল ও নব্য ইসরায়েল ভারতের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে গেছে। ইসরায়েল দূরে থাকায় হয়তো বাংলার মুসলমানরা সেখানে যেতে পারছে না, কিন্তু ভারত যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ভারতে যেতে ঘন্টাও লাগবে না বলে হুশিয়ারি দিয়ে বক্তারা ইসরায়েল ও ভারতের পণ্য বয়কটেরও আহ্বান জানান।

এর আগে জুম্মার নামাজের পর পরই বিভিন্ন মসজিদ ও পাড়া মহল্লা থেকে দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে ওই সমাবেশে জড়ো হন। একই সময় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠনের অগণিত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পোস্ট অফিস থেকে শুরু করে জামে মসজিদ মােড় পর্যন্ত। এসময় তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন, ভারতে মুসলিম নির্যাতন বন্ধ কর বন্ধ কর, চা ওয়ালা মোদী থাকবে না তোর গদী ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা।

পরে বিশাল ওই প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এবং জিআরপি মোড়ে এসে দরুদ সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।


তথ্যসূত্র :
1. ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর অত্যাচারের প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ
– https://tinyurl.com/2s48nyp8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় প্রাণহানি আরও ৬৪
পরবর্তী নিবন্ধদক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত দুই