দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলায় নিহত দুই

0
43

দক্ষিণ লেবাননে চলমান উত্তেজনার মধ্যে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৯ এপ্রিল (শনিবার), ইসরায়েলি ড্রোন থেকে চালানো পৃথক দুটি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে টানা চারদিন ধরে দক্ষিণ লেবাননে বর্বর ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

প্রথম হামলাটি হয় লেবাননের উপকূলীয় শহর সাইদনের দক্ষিণাঞ্চলে একটি চলন্ত গাড়ির ওপর, যেখানে একজন নিহত হন। একই দিন দ্বিতীয় হামলাটি চালানো হয় সীমান্তবর্তী আইতা আশ-শা’ব ও রমেইশ গ্রামের মধ্যবর্তী একটি সড়কে, একটি যানের ওপর।

লেবাননের নিরাপত্তা বাহিনী এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাইদনের হামলায় একটি ফোর-হুইল-ড্রাইভ গাড়িকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। গাড়িটি দগ্ধ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ঘটনাস্থলে আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। জনতা সেখানে জড়ো হয়ে ধ্বংস হওয়া গাড়িটি দেখছিলেন।

গত নভেম্বরে ঘোষিত এক বছরব্যাপী অস্ত্রবিরতি কার্যকর থাকলেও বাস্তবে তা বারবার ভঙ্গ করা হচ্ছে। ইসরায়েলি হামলার ধারাবাহিকতা এবং হিজবুল্লাহর প্রতিক্রিয়ার অনুপস্থিতি লেবাননে রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তুলছে, যা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হয়ে উঠছে।


তথ্যসূত্র :
1. At least two killed in Israeli strikes on southern Lebanon
-https://tinyurl.com/4kepj4da
2.Israeli strikes kill two in Lebanon, Hezbollah chief says ‘will not let anyone disarm’ it
-https://tinyurl.com/45satm7s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে আলেম-জনতার বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে মুজাহিদদের পৃথক অভিযানে অন্তত ৪০ জান্তা সেনা নিহত: ৩টি সামরিক ঘাঁটি বিজয়