
১৯ এপ্রিল কাবুলে এক বৈঠকে আফগান শরণার্থীদের প্রতি অধিকার লঙ্ঘন বন্ধ করতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ। উক্ত বৈঠকে শরণার্থী, রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, ট্রানজিট এবং যৌথ মেগাপ্রকল্পসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন উভয় পক্ষ।
এ সময় পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব তুলে ধরেছেন মৌলভী মুত্তাকি হাফিযাহুল্লাহ। তিনি জানান যে, ইমারতে ইসলামিয়া একটি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে, যা পাকিস্তানসহ সকল প্রতিবেশি দেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বিকাশে সহায়তা করবে। বাণিজ্য, ট্রানজিট সম্প্রসারণ ও পাকিস্তানের সাথে যৌথ প্রকল্প পরিচালনায় তালিবান সরকার আগ্রহী বলে তিনি মতামত প্রকাশ করেছেন।
এ বৈঠকে তিনি পাকিস্তানে আফগান শরণার্থীদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, শরণার্থীদের অধিকার লঙ্ঘন রোধ করার জন্য তিনি পাকিস্তান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অপরদিকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস ব্যক্ত করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার।
উল্লেখ্য যে, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯ এপ্রিল আফগানিস্তান সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দারসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এ সফরে ইমারতে ইসলামিয়ার একাধিক মন্ত্রীর সাথে তারা বৈঠকে একত্রিত হয়েছেন।
তথ্যসূত্র:
1. Pakistan must prevent violation of refugee rights, Muttaqi tells Dar
– https://tinyurl.com/ptfb57by