গাজায় বোমা হামলা অব্যাহত, প্রাণ হারিয়েছে আরও ৫৪ জন

0
40

ফিলিস্তিনের গাজায় ১৯ এপ্রিল, শনিবার দিনভর বর্বর ইসরায়েলি হামলায় অন্তত আরও ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ২০ এপ্রিল, রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিনভর গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এবং এর ফলে কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সন্ত্রাসী নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

পৃথক প্রতিবেদনে আনাদোলু জানিয়েছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ১৫৭ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া বর্বর ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৭৮৩ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় চার হাজার ৭০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।


তথ্যসূত্র :
1. LIVE: Israel kills 54 in Gaza; Netanyahu orders more pressure on Hamas
-https://tinyurl.com/3bh4badk
2. At least 54 killed in new Israeli strikes across Gaza
– https://tinyurl.com/57f7ru8h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশরণার্থীদের অধিকার লঙ্ঘন রোধ করতে পাক পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন মৌলভী মুত্তাকি হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো জনতার বিক্ষোভ