
ইয়েমেনের হোদেইদা প্রদেশে অবস্থিত রাস ঈসা বন্দর ও বিমানবন্দরে একযোগে ১৩টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলা পূর্বের হামলার ঠিক দুই দিন পর সংঘটিত হয়, যেখানে অন্তত ৮০ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়। ইয়েমেনের টিভি চ্যানেল আল মাসিরাহ এসব তথ্য জানিয়েছে।
১৯ এপ্রিল, শনিবার রাজধানী সানার আল-থাওরা, বানি মাতার ও আল-সাফিয়াহ জেলাতেও হামলার খবর পাওয়া গেছে, যেখানে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে আল মাসিরাহ।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্কিন এই বিমান হামলা নিয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে। তার মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছে, এই হামলায় বেসামরিক মানুষের মৃত্যু ছাড়াও পাঁচজন মানবিক সহায়তাকর্মী আহত হয়েছে।
তথ্যসূত্র :
1. US attacks Yemen again after at least 80 people killed in Hodeidah
-https://tinyurl.com/mrxyydwb
2.Fresh US airstrikes on Yemen’s Houthi rebels said to target airport, port
– https://tinyurl.com/3fudt8u9