
‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকার করায় ১৩ বছরের এক কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে হামলা চালিয়ে জখম করেছে উগ্র হিন্দুত্ববাদী একদল যুবক। ভারতের উত্তর প্রদেশের কানপুর জেলায় ঘটনাটি ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) এই বিষয়ক একটি সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ‘দি মুসলিম মিরর’।
ওই খবরে বলা হয়, একদল উগ্র হিন্দুত্ববাদী যুবক মুসলিম ভুক্তভোগী কিশোরকে অপমান করে তাদের পা ধরতে বলে। পরে ওই মুসলিম কিশোর তাদের পা’ ধরতে অস্বীকৃতি জানালে ওই উগ্রবাদী যুবকেরা তার উপর ক্ষীপ্ত হয় এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার জন্য বাধ্য করে। ওই মুসলিম কিশোর পুণরায় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতেও অস্বীকার করে। স্লোগান দিতে অস্বীকার করায় উগ্রবাদী যুবকের দল তাকে একটি কাঁচের বোতল দিয়ে আঘাতে করে করে। এত গুরুতর আহত হন ওই মুসলিম কিশোর।
ওই হামলার ফলে গুরুতর আহত হন ভুক্তভোগী ওই মুসলিম কিশোর। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ন্যক্কারজনক এই হামলায় স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
তথ্যসূত্র:
1. 13-year-old Muslim boy stabbed with glass bottle in Kanpur after allegedly refusing to chant ‘Jai Sri Ram’
– https://tinyurl.com/2dsxb2b2
2. Video: https://tinyurl.com/mwc89wk4