
গাজার পূর্বাঞ্চলের আল-তুফাহ এলাকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদিনদের সফল হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত ও অন্তত পাঁচজন সেনা গুরুতর আহত হয়েছে। এই সংঘর্ষের ঘটনা ঘটে ১৯ এপ্রিল, শনিবার। বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল-অধিকৃত অঞ্চলের একাধিক গণমাধ্যম।
স্থানীয় সূত্র এবং ফিলিস্তিনের স্বাধীন বার্তা সংস্থা শাহাব নিউজ জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি দখলদার বাহিনীর একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের প্রথম ধাপে দুইজন দখলদার সেনা গুরুতর আহত হয়।
পরে, আহতদের উদ্ধার করতে এগিয়ে আসা একটি বিশেষ সেনা ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে, প্রতিরোধ যোদ্ধাদের পূর্বে স্থাপিত দ্বিতীয় একটি বিস্ফোরণ ফাঁদে পড়ে। এতে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত হয় এবং আরও দুই সেনা আহত হয়।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর রিপোর্ট অনুযায়ী, এই হামলা ছিল সুপরিকল্পিত ও সময়মতো সমন্বিত, যা প্রতিরোধ যোদ্ধাদের সমন্বয় ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় বহন করে।
এই ঘটনাটি প্রমাণ করে যে, ইসরায়েলি আগ্রাসনের মুখে পড়েও গাজার ভেতরে প্রতিরোধ যোদ্ধারা এখনো সুসংগঠিত, প্রশিক্ষিত ও সক্রিয়ভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, হামাস যোদ্ধাদের এমন কৌশলগত আক্রমণ ইসরায়েলি বাহিনীর মধ্যে আতঙ্ক তৈরি করছে এবং তাদের অগ্রগতিকে থমকে দিচ্ছে।
তথ্যসূত্র :
1. Six Israeli troops killed, injured in Gaza resistance ambush
-https://tinyurl.com/2s37ewk4