
হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন নিশ্চিত করেছে যে, সম্প্রতি সোমালিয়ার আদান-ইয়াবাল শহরে সংঘটিত যুদ্ধে মোগাদিশু বাহিনীর চার শতাধিক সৈন্য নিহত এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়েছে।
গত ১৯ এপ্রিল শনিবার, আল-আন্দালুস রেডিওকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হারাকাতুশ শাবাব প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব ও মধ্য শাবেলি অঞ্চলের গভর্নর শাইখ ইউসুফ হাফিজাহুল্লাহ্। প্রায় ৭ মিনিটের উক্ত সাক্ষাৎকারে তিনি ১৬ এপ্রিল মধ্য শাবেলির আদান-ইয়াবেলে সংঘটিত যুদ্ধর বিষয়েও কথা বলেন। তিনি জানান, মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে অভিযান শেষে মুজাহিদিনরা শহরটিতে চিরুনী অভিযান পরিচালনা করেছেন। সেই সাথে মুজাহিদিনরা শহর জুড়ে যুদ্ধের ধ্বংসাবশেষ অপসারণ, রাস্তাঘাট মেরামত এবং অলিতে-গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃত ধর্মত্যাগী মোগাদিশু সৈন্যদের কবর দিয়েছেন।
শাইখ ইউসুফ হাফিজাহুল্লাহ্ বলেন, মুজাহিদিনরা শহর জুড়ে পরিষ্কার অভিযানের সময় ৪০০ এরও বেশি শত্রু সেনাদের মৃতদেহ কবর দিয়েছেন, যাদের মধ্যে শত্রু শিবিরে যুদ্ধের নেতৃত্বে থাকা কমান্ডার ইসমাইল তুর্যারীও রয়েছে। এছাড়াও মুজাহিদিনরা আরও শত শত হতাহত শত্রু সেনাদের ক্ষতস্থান থেকে মাটিতে টপকে পড়া দুর্গন্ধযুক্ত রক্ত পরিষ্কার করেছেন।
সাক্ষাৎকারে হারাকাতুশ শাবাব প্রশাসনের শাবেলি রাজ্যের গভর্নর জানান, শহরের ধ্বংসাবশেষ অপসারণ করা সম্পন্ন হয়েছে, দুর্গন্ধ ছড়াতে পারে এমন জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে এবং প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। তাই শহরের বাসিন্দাদের এখন নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারেন।
তথ্যসূত্র:
١. ارتفاع عدد قتلى الميليشيات الحكومية إلى 400 قتيل في تحديث الحصيلة هجمات مقاتلي حركة الشباب المجاهدين على قواعدهم في مدينة أدم يبال
– https://tinyurl.com/2tr3b4mv