
ইয়েমেনের রাজধানী সানাতে বর্বর মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। ২১ এপ্রিল, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আত্তান এলাকা, আসির এলাকার একটি স্যানিটেশন প্রকল্প, ফুরওয়াহ পাড়া এবং শোব জেলার একটি জনবহুল বাজার এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের আল-মাসিরাহ স্যাটেলাইট নিউজ চ্যানেলের সম্প্রচারিত ফুটেজে দেখা যাচ্ছে যে, এলাকার যানবাহন এবং ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে, চিৎকার করছে সাধারণ মানুষরা, মৃত শিশুকে ধরে রেখেছে। অন্যরা হাসপাতালে যাওয়ার জন্য স্ট্রেচারে কান্নাকাটি করছে।
২০ এপ্রিল, রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত হামলায় ইয়েমেনের আমরান, হোদেইদা, মারিব এবং সাদা গভর্নরেটসহ দেশটির অন্যান্য অঞ্চলেও আঘাত হানে।
গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার পর এই হামলা চালানো হলো।
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে ইয়েমেনে বর্বর হামলার পরিমান বাড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা।
তথ্যসূত্র :
1. US air strikes on Yemen kill 12, Houthis say
-https://tinyurl.com/mr3h88w8