বুরকিনায় জান্তা বাহিনীর সামরিক ঘাঁটিতে মুজাহিদদের তীব্র আক্রমণ: ২০ সেনা নিহত

0
113

বুরকিনা ফাসোর ফাদাঙ্গুরমা প্রদেশে দেশটির জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে মুজাহিদদের অতর্কিত এক আক্রমণের ঘটনায় ২০ শত্রু সেনা নিহত হয়েছে। এসময় মুজাহিদিনরা সামরিক ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিয়েছেন বলেও জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা, গত ১৪ এপ্রিল সোমবার, বুরকিনা ফাসোর ফাদাঙ্গুরমা প্রদেশের নাগারি এলাকায় একটি সফল অতর্কিত আক্রমণ পরিচালনা করছেন। অভিযানটি এই অঞ্চলে অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। এসময় ‘জেএনআইএম’ মুজাহিদিনরা এক ডজনেরও বেশি মোটরসাইকেল ও ২টি সাঁজোয়া যানে চড়ে ভারী অস্ত্র শস্ত্র নিয়ে এই অভিযানে অংশ নেন। মুজাহিদিনরা বিভিন্ন দিক থেকে আক্রমণ চালিয়ে সামরিক ঘাঁটির বিভিন্ন অবকাঠামো ধ্বংসের পাশাপাশি একটি সামরিক যান ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

ফলশ্রুতিতে এই অভিযানে মুজাহিদদের হাতে বুরকিনান জান্তা বাহিনীর অন্তত ২০ সৈন্য নিহত এবং অপর এক সৈন্য আটক হয়। সেই সাথে মুজাহিদিনরা অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি সামরিক যান, ২টি দুশকা মেশিনগান, ৯টি পিকা, ৫টি আরপিজি, ২৩টি ক্লাশিনকোভ, ১৭টি গোলাবারুদের বাক্স এবং অন্যান্য বিবিধ সামরিক সরঞ্জাম মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2m589sr5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আল-কাসসাম ব্রিগেডের সুড়ঙ্গ যুদ্ধ ও শত্রুর অত্যাধুনীক সাঁজোয়া যান
পরবর্তী নিবন্ধইয়েমেনে রাতভর বর্বর মার্কিন বিমান হামলা, নিহত ১২