মাইকে আযান দেওয়ায় দরগাহ কমিটিকে হুমকি দিল হিন্দুত্ববাদী বিজেপি এমপি

0
55

হুনমান জয়ন্তীতে মাইকে আযান দেওয়ায় দরগাহ কমিটিকে হুমকি দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির এক এমপি। ওই এমপির নাম মেধা কুলকারনি। সে পুনে জেলার বিজেপির নির্বাচিত এমপি। রবিবার (২০ এপ্রিল) এই বিষয়ক সংবাদ প্রকাশিত হয়েছে ভারতীয় একাধিক মিডিয়ায়।

১২ এপ্রিল ঘটে যাওয়া ওই ঘটনার একটি ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে বিজেপির উগ্রবাদী ওই এমপি ও তার সমর্থকদের একটি দরগাহর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যেতে দেখা যায়। ওই উগ্রবাদী এমপি ও তার সহযোগীরা দরগাহর আযান বন্ধ করার জন্য হুমকি দেয়। ঘটনাটি পুনেশ্বর মন্দিরের পাশে সালাহউদ্দিন দরগায় ঘটে।

ওই ঘটনার পরে কর্তৃপক্ষ ওই এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।


তথ্যসূত্র:
1. BJP MP seen threatening Dargah members over azan in Pune; members demand action
– https://tinyurl.com/y727ksuv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় সিসিটিভির ফুটেজ দেখে ভারতে চলছে ধরপাকড়, গ্রেপ্তার ৭
পরবর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ২৯ ফিলিস্তিনি