ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় সিসিটিভির ফুটেজ দেখে ভারতে চলছে ধরপাকড়, গ্রেপ্তার ৭

0
48

ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে ধরপাকড় চলছে। ‘ফ্রি গাজা’, ‘ফ্রি ফিলিস্তিন’ সম্বলিত প্লাকার্ড নিয়ে বিক্ষোভ করায় সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

পুলিশ কর্মকর্তা বানিয়াথির রাম বীর সিং এর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানায়। যারা এই বিক্ষোভ করেছে সিসিটিভির ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

এদিকে ভারতে হিন্দু সংগঠনগুলো দখলদার ইসরায়েলের সমর্থনে যখন সভা-সমাবেশ করছে। তখন সম্ভল জেলাতে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ কারীদের গ্রেপ্তার করছে নরেন্দ্র মোদি সরকার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচারিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ মামলা হলেও নয়া দিল্লি তেল আবিবকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে গভীর এক সম্পর্ক গড়ে উঠেছে।


তথ্যসূত্র :
1. UP: Seven Muslims arrested in Sambhal for posters calling for boycott of Israeli products
-https://tinyurl.com/yhjrre6c
2. Seven Arrested in India for Displaying Pro-Palestine Posters Amid Gaza War
– https://tinyurl.com/yzxf4keh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএক বছরে হাজারেরও বেশি নারীর জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করেছে ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধমাইকে আযান দেওয়ায় দরগাহ কমিটিকে হুমকি দিল হিন্দুত্ববাদী বিজেপি এমপি