
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নৃশংস গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলের দখলদার বাহিনী। সর্বশেষ ২১ এপ্রিল, সোমবার ইসরায়েলি বাহিনী উপত্যকাজুড়ে কমপক্ষে ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার চিকিৎসকরা বলেছেন, হামলায় বাদ যায়নি শরণার্থী শিবিরের তাঁবুগুলোও।
গাজার উপর দখলদার বাহিনীর আগ্রাসন ক্রমাগত বাড়ছে। সংযোগ সড়কগুলো বন্ধ করে গাজাকে কয়েকভাগে ভাগ করে ফেলেছে তারা। জানা গেছে, গাজার ৬৯ শতাংশ ভূখণ্ডকে ‘নো-গো’ জোন হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল।
ওয়াফা সংবাদদাতাদের মতে, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সুহাইলার জানা এলাকায় বারাকা পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালায়। এই হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়।
গাজা শহরের মধ্যাঞ্চলে আল-জাজিরা ক্লাবের কাছে বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেয়া তাঁবু লক্ষ্য করে বর্বর ইসরায়েলি গোলাবর্ষণে আরও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, সোমবার গাজা উপত্যকা জুড়ে বাড়িঘর এবং তাঁবু লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়ে কমপক্ষে ২২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
এ ছাড়াও সোমবার দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে তিনজন ফিলিস্তিনিকে হত্যার খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া বর্বর ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৮৬৪ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৪ হাজার ৯০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।
তথ্যসূত্র :
1. LIVE: Israel kills 29 in Gaza; Netanyahu vows powerful response to Houthis
-https://tinyurl.com/bdcrpxw4
2. Israeli army kills 22 Palestinians in strikes on homes, tents across Gaza
– https://tinyurl.com/jt7eyypu