
গাজায় ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যার ঘটনায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনকে ‘মিথ্যাচারে ভরপুর’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।
রেড ক্রিসেন্টের মুখপাত্র নেবাল ফারসাখ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রতিবেদনটি মিথ্যাচারে পূর্ণ। এটি অবৈধ এবং গ্রহণযোগ্য নয়, কারণ এটি হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেয় এবং দায়ভার স্থানান্তর করে ফিল্ড কমান্ডের ‘ব্যক্তিগত ভুল’-এর ওপর। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।’
হত্যাকাণ্ডের ওই ঘটনা ঘটেছিল ২৩ মার্চ গাজার দক্ষিণে রাফা এলাকার কাছে। সেদিন ওই চিকিৎসাকর্মী ও উদ্ধারকারীরা উদ্ধারকাজে যাচ্ছিলেন। গাজা রেডক্রসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, তাদের নিয়ে সাইরেন বাজিয়ে এবং হেডলাইট ও ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কয়েকটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। তা সত্ত্বেও গুলি চালিয়ে সবাইকে হত্যা করেন দখলদার ইসরায়েলি সেনারা।
ইসরায়েলি বাহিনী তাদের তদন্ত প্রতিবেদনে দায় স্বীকার করলেও দাবি করেছে, ঘটনাটি একটি ‘অপারেশনাল ব্যর্থতার’ ফল। তবে রেড ক্রিসেন্ট বলছে, এটি ছিল একটি ইচ্ছাকৃত ও পরিকল্পিত হামলা, যার মাধ্যমে মানবিক সাহায্যকর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত দাবি করেছিল। তবে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর সাম্প্রতিক এই প্রতিবেদনে দায় এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক মানবিক সংস্থা ও স্বাস্থ্যকর্মীরা ইসরায়েলি হামলার শিকার হয়ে আসছেন, যা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাতিসংঘ।
এর আগে রেড ক্রিসেন্টের তথ্যমতে, নিহতদের মধ্যে আটজন সংস্থাটির নিজস্ব কর্মী এবং ছয়জন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এ ছাড়া একজন জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার কর্মী ছিলেন। আর নিখোঁজ রয়েছেন এক উদ্ধারকর্মী।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানায়, নিহতরা আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হন। ঘটনাটি ঘটে রাফাহর হাশাশিন এলাকায়, যেখানে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করছিল।
সংস্থাটি আরও জানায়, মরদেহগুলো বালির নিচে পুঁতে ফেলা হয়েছিল। যার ফলে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। কিছু মরদেহ পচন ধরার কারণে শনাক্ত করাও কঠিন হয়ে যায়। রেড ক্রিসেন্টের চিকিৎসকদের ওপর এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলেও জানায় সংস্থাটি।
এই ঘটনাগুলো প্রমাণ করে, দখলদার ইসরায়েল তার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে ঢাকতে মিথ্যাচার করছে এবং আন্তর্জাতিক আইনের প্রতি এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ অবজ্ঞা প্রদর্শন করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন উচিত এই মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সত্যিকারের জবাবদিহিতা নিশ্চিত করা।
তথ্যসূত্র:
1. Humanitarian agencies reject Israel’s claim Gaza medic killings caused by ‘professional failures’
– https://tinyurl.com/3pzc4jw6
2.Israeli Probe into the Killings of 15 Palestinian Medics in Gaza Finds ‘Professional Failures’
– https://tinyurl.com/y45c77uu