
ভারতের সংসদে সম্প্রতি পাশ মুসলিম বিরোধী বিতর্কিত ওয়াকফ বিল। বিতর্কিত ওই ওয়াকফ বিলের বিরুদ্ধে ফুসে উঠেছে পুরো ভারতের মুসলিম। তারই জের ধরে বিতর্কিত ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ করায় ভারতের উত্তর প্রদেশে ৫০ জন মুসলিমের নামে মামলা করেছে ভারতীয় পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) জুম্মার নামাজের পর উত্তর প্রদেশের বিলাসপুর এলাকায় একটি শক্তিশালী প্রতিবাদ ও বিক্ষোভ সভার আয়োজন করে স্থানীয় মুসলিমরা। স্থানীয় একটি মসজিদের সামনে ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদ জানায়। এসময় তারা ওয়াকফ বিলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং বিতর্কিত ওই বিল প্রত্যহারের দাবী জানায়।
শান্তিপূর্ণ ওই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর জের ধরে পুলিশ নামি বেনামি ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
বিতর্কিত ওয়াকফ বিলের বিরোধিতা করে বিক্ষোভ ও প্রতিবাদ করায় প্রতিবাদকারীদের দুই লক্ষ রুপি জামিন দিতে বলা হয়েছে। অর্থাৎ, আদালতের শর্ত না মানলে ওই দুই লক্ষ টাকা তারা জরিমানা হিসেবে সরকারকে দিতে বাধ্য থাকবে। এর আগে ওয়াকফ বিলের বিরুদ্ধে কালো ব্যাজ পড়ে নিঃশব্দ প্রতিবাদ করায় অনেককে শাস্তিস্বরূপ ১ লক্ষ রুপির বন্ড জমা দিতে বলা হয়েছে।
পুলিশের এই পদক্ষেপে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে বিক্ষোভকারীরা। তারা বলছে পুলিশের এই ধরণের পদক্ষেপের মাধ্যমে তাদের প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র:
1. UP Police books more than 50 Muslims for protesting against Waqf Bill; serves notices to hundreds across state
– https://tinyurl.com/6v4esk5c