অতর্কিত হামলায় কোণঠাসা দখলদার সেনারা, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

0
397

গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনের মধ্যে এক নাটকীয় মুহূর্তের ভিডিও সম্প্রতি প্রকাশ করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামি প্রতিরোধ যোদ্ধারা। মাত্র ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিরোধ যোদ্ধাদের অতর্কিত হামলায় চরমভাবে বিপর্যস্ত হচ্ছে দখলদার সেনারা।

ঘটনাটি ঘটে গাজার একটি ভবনে, যেখানে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী স্থল অভিযান পরিচালনা করছিল। আচমকা প্রতিরোধ যোদ্ধারা পাল্টা আক্রমণ শুরু করলে একে একে গুলিবিদ্ধ হতে থাকে আইডিএফ সেনারা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, প্রাণ বাঁচাতে তারা একটি ক্ষতিগ্রস্ত কক্ষে আশ্রয় নিতে বাধ্য হয়।

কিন্তু সেই কক্ষেই যেন নেমে আসে মৃত্যু। প্রতিরোধ যোদ্ধারা টার্গেট করে একের পর এক গ্রেনেড ছুঁড়তে থাকেন। একদিকে গুলি বর্ষণ, অন্যদিকে নেই কোনো পালানোর পথ- চারপাশে যেন যুদ্ধক্ষেত্র নয়, নরক হয়ে ওঠে। ভিডিওতে এসব মুহূর্তই স্পষ্টভাবে ধরা পড়েছে।

এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্রের অধিকারী ইসরায়েলি বাহিনী কীভাবে একের পর এক এমন হামলায় ধরাশায়ী হচ্ছে?

বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ প্রতিরোধ যোদ্ধাদের সুসংগঠিত টানেল নেটওয়ার্ক। ধারণা করা হয়, গাজা উপত্যকাজুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা টানেলগুলোর দৈর্ঘ্য ৭০০ কিলোমিটার ছাড়িয়েছে।

প্রতিরোধ যোদ্ধাদের নিয়মিতভাবে প্রকাশিত সম্মুখ যুদ্ধের ভিডিও প্রমাণ করছে, গাজায় তাদের প্রতিরোধ এখনো সক্রিয় এবং কার্যকর। গাজায় চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ৮৪৬ জন আইডিএফ সেনা ও ৬৯ জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তেলআবিব যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।


তথ্যসূত্র :
1. Video circulating online shows close-range clash between Israeli soldiers and Hamas fighters
– https://tinyurl.com/2vuz23un

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৫
পরবর্তী নিবন্ধদাখিল পরীক্ষা চলাকালে হিজাব না খোলায় চার শিক্ষার্থীর উত্তরপত্র কেড়ে নিল হিন্দু অফিসার