দাখিল পরীক্ষা চলাকালে হিজাব না খোলায় চার শিক্ষার্থীর উত্তরপত্র কেড়ে নিল হিন্দু অফিসার

0
167

পটুয়াখালীর বাউফলে দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে হিজাব না খোলায় চারজন ছাত্রীকে শাস্তি দিয়েছে দায়িত্বরত হিন্দু ট্যাগ অফিসার। বুধবার (২৩ এপ্রিল) ছালেহিয়া ফাযিল মাদরাসা কেন্দ্রের হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে আসা ট্যাগ অফিসার চারজন হিজাব পরিহিতা ছাত্রীকে মুখ না খোলার কারণে তাদের উত্তরপত্র কেড়ে নেয়। একজন ছাত্রীর কান্নার পর তার খাতা ফেরত দিলেও বাকি তিনজনের খাতা পরীক্ষা শেষে আর ফেরত দেওয়া হয়নি।

জানা যায়, বাউফলের ছালেহিয়া ফাযিল মাদরাসা কেন্দ্র থেকে এ বছর মোট ১৭২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন। এই কেন্দ্রের ট্যাগ অফিসার ছিল উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রকল্প কর্মকর্তা তুরাল প্রামাণিক। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্রের উত্তর ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের কক্ষে প্রবেশ করে ট্যাগ অফিসার পরীক্ষার্থীদের হিজাব খোলার জন্য চাপ প্রয়োগ করে।

উপস্থিত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানিয়েছে, হঠাৎ একজন কালো পোশাক পরা পুরুষ কর্মকর্তা কক্ষে প্রবেশ করে সবাইকে মুখ দেখাতে বলে। অনেক ছাত্রী আপত্তি জানালেও তাকে থামানো যায়নি। চারজন ছাত্রী মুখ না খোলায় তাদের খাতা কেড়ে নেওয়া হয়। একজন শিক্ষার্থী কান্নাকাটি শুরু করলে কিছু সময় পর তার খাতা ফিরিয়ে দেওয়া হয়। অন্য তিনজনের খাতা ফেরত দেওয়া হয়নি।

এক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, আমি ৮০ নম্বরের উত্তর লিখেছি। হিজাব না খোলার কারণে সে আমার খাতা নিয়ে গেছে। এটা আমাদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করা হয়েছে। আমরা লজ্জিত, অপমানিত এবং আতঙ্কিত।


তথ্যসূত্র:
১. হিজাব না খোলায় শাস্তি পেলেন চার দাখিল পরীক্ষার্থী
-https://tinyurl.com/mrx5y4fb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅতর্কিত হামলায় কোণঠাসা দখলদার সেনারা, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ
পরবর্তী নিবন্ধনাফ নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি