
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরজুড়ে ভারতীয় বাহিনী ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে। বিভিন্ন জেলায় ঘরবাড়িতে অভিযান চালিয়ে ১৫০০-রও বেশি নিরীহ কাশ্মীরিকে গ্রেপ্তার করা হয়েছে। কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী, এই গ্রেপ্তার অভিযান ঘিরে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনী এবং স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) যৌথভাবে অংশ নিয়েছে। শ্রীনগর, অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা, শোপিয়ান, গান্দেরবাল ও বুদগাম—এই সব জেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়।
এদিকে, জম্মু অঞ্চলেও অনুরূপ ধরপাকড় চলেছে। বিশেষ করে উধমপুর জেলার দুডু-বসন্তগড় এলাকায় শুরু হয় বড়সড় অভিযান। গ্রেপ্তার হওয়া অনেক ব্যক্তির পরিবার জানিয়েছে, ভারতীয় বাহিনী তাদের হুমকি, ভয়ভীতি ও নিপীড়নের মধ্যে রেখেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিরীহ যুবকদের টার্গেট করে অবৈধভাবে আটক করা হচ্ছে, ঘরবাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসির খুইহামি জানিয়েছেন, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে কাশ্মীরি শিক্ষার্থীদের ভাড়া বাসা ও বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ছেড়ে দিতে বলা হয়েছে।
হিমাচল প্রদেশের এক বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের দরজা ভেঙে শিক্ষার্থীদের হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। কাশ্মীরি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেন নাসির।
তিনি বলেন, এটি শুধু নিরাপত্তার বিষয় নয়, বরং একটি নির্দিষ্ট অঞ্চল ও পরিচয়ের ছাত্রদের বিরুদ্ধে পরিকল্পিত ঘৃণা ও হেয়প্রতিপন্ন করার অভিযান।
উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অন্তত ২০ জন কাশ্মীরি ছাত্র হিন্দু রক্ষা দল নামে একটি উগ্র ডানপন্থী গোষ্ঠীর হুমকির মুখে বুধবার বিমানবন্দরে চলে যান। ওই গোষ্ঠী কাশ্মীরি মুসলিম শিক্ষার্থীদের দ্রুত শহর ছাড়তে বলেছে, নইলে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানকে চরম স্বেচ্ছাচারিতা এবং কাশ্মীরিদের বিরুদ্ধে একটি উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়নমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। এই অভিযানের জেরে জম্মু ও কাশ্মীরজুড়ে ভয়, উদ্বেগ এবং অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।
তথ্যসূত্র :
1. Indian forces arrest over 1500 youth in massive crackdown in IIOJK
– https://tinyurl.com/39c3cs7z
2. Police detain 1,500 people in Jammu and Kashmir after attack
– https://tinyurl.com/233dc3pk