
বিগত সাড়ে ৩ বছরে আমীরুল মু’মিনীনের অনুমোদনের পর ১০টি আইন সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়ার বিচার বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, প্রণীত আইনসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল:
• জমি দখল রোধ ও দখলকৃত জমি পুনরুদ্ধার সংক্রান্ত আইন
• সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ সম্পর্কিত আইন
• অভিযোগ শুনানি আইন
• অর্থ বিনিময় ও আর্থিক সেবা আইন
• শিল্প পার্ক সংক্রান্ত আইন
• রাষ্ট্রীয় মালিকানাধীন ভূমি ইজারা দেয়া সংক্রান্ত আইন
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, উক্ত সময়ের মধ্যে সম্মানিত আমিরের পক্ষ থেকে ৪টি কার্যপ্রণালী, ১টি প্রবিধান এবং অসংখ্য ডিক্রি ও নির্দেশনা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
এছাড়া ১১৯টি আইনি দলিল চূড়ান্ত করেছে বিচার বিষয়ক মন্ত্রণালয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে আইন, বিধি, সংবিধি, কার্যপ্রণালী ও নির্দেশিকা। পবিত্র কোরআন, সুন্নাহ ও হানাফি আইনশাস্ত্রের উপর ভিত্তি করে ১৯৬টি আইনি নথি বিশ্লেষণ সম্পন্ন করা হয়েছে। এগুলো পরবর্তী ধাপে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দেয়া হয়েছে।
পুলিশ, কারা প্রশাসন, খনি, বন্দী স্থানান্তর, পরিবেশ, শুল্ক, শ্রম, বেসরকারি বিনিয়োগসহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আইনি নথি মন্ত্রণালয়ের বিবৃতিতে তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্র:
1. Islamic Emirate Issues Key Laws, Decrees in Official Gazette
– https://tinyurl.com/fzjxee9x