হেরাত প্রদেশে ১০ বছর গৃহবন্দী থাকা এক তরুণীকে মুক্ত করল তালিবান প্রশাসন

0
230

আফগানিস্তানের হেরাত প্রদেশের জিন্দাযান জেলায় ১০ বছর গৃহবন্দী থাকা এক তরুণীকে মুক্ত করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। মেয়েটির নাম আয়েশা। মেয়েটিকে তার পিতা ১০ বছর যাবত ঘরে আটকে রেখেছিল। এ সময় তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল।

মুক্ত করার পর চিকিৎসার জন্য তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তাকে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে। মেয়েটির পিতা আব্দুল রসুলকে বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। জিন্দাযানের সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক বিভাগের প্রধান মৌলভী আবদুল রহিম নুরি হাফিযাহুল্লাহ এ সকল তথ্য বর্ণনা করেছেন।

ন্যায়বিচার অক্ষুণ্ণ রাখা, নারী অধিকার প্রতিষ্ঠা এবং পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিভাগের কর্মকর্তাগণ। উল্লেখ্য যে, এর আগে বিগত ফেব্রুয়ারি মাসে হেরাত প্রদেশের পুশতকোহ জেলায় ৯ বছর গৃহবন্দী থাকা এক নারীকে মুক্ত করার তথ্য প্রকাশ করেছিল ইমারতে ইসলামিয়ার সংশ্লিষ্ট বিভাগটি।


তথ্যসূত্র:
1. Young Girl Freed After 10 Years of House Imprisonment
– https://tinyurl.com/3d883bdr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিগত সাড়ে ৩ বছরে ১০টি গুরুত্বপূর্ণ আইনের গেজেট প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে দ্রুত অগ্রসর হচ্ছে টিএপিআই প্রকল্প, ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপন সম্পন্ন