
আফগানিস্তানের হেরাত প্রদেশের জিন্দাযান জেলায় ১০ বছর গৃহবন্দী থাকা এক তরুণীকে মুক্ত করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। মেয়েটির নাম আয়েশা। মেয়েটিকে তার পিতা ১০ বছর যাবত ঘরে আটকে রেখেছিল। এ সময় তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল।
মুক্ত করার পর চিকিৎসার জন্য তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তাকে তার মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে। মেয়েটির পিতা আব্দুল রসুলকে বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। জিন্দাযানের সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক বিভাগের প্রধান মৌলভী আবদুল রহিম নুরি হাফিযাহুল্লাহ এ সকল তথ্য বর্ণনা করেছেন।
ন্যায়বিচার অক্ষুণ্ণ রাখা, নারী অধিকার প্রতিষ্ঠা এবং পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিভাগের কর্মকর্তাগণ। উল্লেখ্য যে, এর আগে বিগত ফেব্রুয়ারি মাসে হেরাত প্রদেশের পুশতকোহ জেলায় ৯ বছর গৃহবন্দী থাকা এক নারীকে মুক্ত করার তথ্য প্রকাশ করেছিল ইমারতে ইসলামিয়ার সংশ্লিষ্ট বিভাগটি।
তথ্যসূত্র:
1. Young Girl Freed After 10 Years of House Imprisonment
– https://tinyurl.com/3d883bdr