আফগানিস্তানে দ্রুত অগ্রসর হচ্ছে টিএপিআই প্রকল্প, ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপন সম্পন্ন

0
154

আফগানিস্তানের হেরাত প্রদেশে তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত গ্যাসলাইন (টিএপিআই) প্রকল্পের ১৪ কিলোমিটার পর্যন্ত পাইপলাইন স্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া আরও ২৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের জন্য জমি প্রস্তুত করা হয়েছে। সম্প্রতি হেরাত গভর্নরের প্রেস অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে তথ্যসমূহ জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানে টিএপিআই প্রকল্পের পরিচালক বাগানচ আবদুল্লায়েভ গত ২৪ এপ্রিল হেরাতের গভর্নর নূর আহমাদ ইসলামজার হাফিযাহুল্লাহ’র সাথে সাক্ষাত করেছেন, এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন শেয়ার করেছেন।

উক্ত সাক্ষাতে প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন হেরাত প্রদেশের গভর্নর নূর আহমাদ ইসলামজার হাফিযাহুল্লাহ। পাশাপাশি প্রকল্পের দ্রুত অগ্রগতির জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তিনি পূর্ণ সহায়তার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য যে, প্রকল্প সম্পন্ন হলে টিএপিআই গ্যাসলাইনের মাধ্যমে তুর্কমেনিস্তানের গ্যালকিনিশ গ্যাসক্ষেত্র থেকে আফগানিস্তানের মধ্য দিয়ে পাকিস্তান ও ভারতে প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হবে। এটির তুর্কমেনিস্তান অংশের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আফগান অংশে পাইপলাইনের দৈর্ঘ্য হবে ৮১৬ কিলোমিটার। বর্তমানে আফগানিস্তানের হেরাত প্রদেশে প্রকল্পটির কাজ দ্রুত অগ্রসর হচ্ছে।


তথ্যসূত্র:
1. 14 kms of TAPI pipeline laid inside Afghanistan, says project manager
– https://tinyurl.com/mr4b526j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেরাত প্রদেশে ১০ বছর গৃহবন্দী থাকা এক তরুণীকে মুক্ত করল তালিবান প্রশাসন
পরবর্তী নিবন্ধভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতন ও ভীতি প্রদর্শন