
ভারত সরকার কর্তৃক অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় এক দখলদার ভারতীয় সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাশ্মীরের উদমপুর এলাকায় এক বন্দুক যুদ্ধে এই ঘটনা ঘটে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, জেলার ডুডু বসন্তগড় এলাকায় একটি সহিংস অনুসন্ধান ও তল্লাশি অভিযান চালায় ভারতীয় বাহিনী। এসময় স্বাধীনতাকামীদের সাথে বন্দুক যুদ্ধে এক ভারতীয় সৈন্য নিহত হয়।
নিহত ওই সৈন্যের নাম হাবিলদার ঝান্টু আলি শেখ। সে প্যারা কমান্ডো প্যারা এসএফ-০৬ এর অধীনে কর্মরত ছিল।
তথ্যসূত্র:
1. Indian army man killed in Udhampur clash
– https://tinyurl.com/yc5r5k6h