
রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের ২০২০/১১ এস পিলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আসাদুল ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বিজিবি ও স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল ১০টার দিকে ইটনা সীমান্তে কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। এ সময় আসাদুলের ডান চোখে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তথ্যসূত্র:
১.বাংলাদেশি যুবকের চোখে গুলি করল বিএসএফ
-https://tinyurl.com/56ec4cdj