
আফগানিস্তানের হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু সামরিক প্রশিক্ষণ কেন্দ্র হতে সম্প্রতি ৩৫০ জন যুবক সফলভাবে তাদের বুদ্ধিবৃত্তিক, পেশাগত ও ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ৩ মাসের প্রশিক্ষণ শেষে তাদেরকে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীতে পদায়ন করা হয়েছে। নতুন এই সদস্যদের দেশটির পাঞ্জশির, তাখার ও বাগলান প্রদেশ থেকে নিয়োগ দেয়া হয়েছে।
সেনাসদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও কর্মী বিষয়ক উপমন্ত্রী মৌলভী বাজ মুহাম্মদ হামিদি হাফিযাহুল্লাহ, শিক্ষা বিভাগের প্রধান শেখ মুহাম্মদ মুহাম্মদী হাফিযাহুল্লাহ, কমান্ডার মৌলভী নসিবুল্লাহ মাদানী হাফিযাহুল্লাহ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী।
অনুষ্ঠানের বক্তব্যে আল্লাহর কালামকে ধারণ ও নিজ দায়িত্ব পালনে সকলকে উৎসাহিত করেছেন মৌলভী বাজ মুহাম্মদ হামিদি হাফিযাহুল্লাহ। তিনি সৎ পথে চলতে ও শয়তানের অনুসরণ থেকে বেঁচে থাকতে সেনাসদস্যদের নসিহত করেন।
অনুষ্ঠানে সেনাসদস্যগণ বিভিন্ন সামরিক কলাকৌশল প্রদর্শনের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরেন। তাদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
তথ্যসূত্র:
1. 350 youth from Panjshir, Takhar and Baghlan provinces graduate from professional and military training
– https://tinyurl.com/5akxpfn3