সফল প্রশিক্ষণ শেষে তালিবান সেনাবাহিনীতে ৩৫০ জন নতুন সদস্য পদায়ন

0
79

আফগানিস্তানের হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু সামরিক প্রশিক্ষণ কেন্দ্র হতে সম্প্রতি ৩৫০ জন যুবক সফলভাবে তাদের বুদ্ধিবৃত্তিক, পেশাগত ও ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ৩ মাসের প্রশিক্ষণ শেষে তাদেরকে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীতে পদায়ন করা হয়েছে। নতুন এই সদস্যদের দেশটির পাঞ্জশির, তাখার ও বাগলান প্রদেশ থেকে নিয়োগ দেয়া হয়েছে।

সেনাসদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও কর্মী বিষয়ক উপমন্ত্রী মৌলভী বাজ মুহাম্মদ হামিদি হাফিযাহুল্লাহ, শিক্ষা বিভাগের প্রধান শেখ মুহাম্মদ মুহাম্মদী হাফিযাহুল্লাহ, কমান্ডার মৌলভী নসিবুল্লাহ মাদানী হাফিযাহুল্লাহ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী।


অনুষ্ঠানের বক্তব্যে আল্লাহর কালামকে ধারণ ও নিজ দায়িত্ব পালনে সকলকে উৎসাহিত করেছেন মৌলভী বাজ মুহাম্মদ হামিদি হাফিযাহুল্লাহ। তিনি সৎ পথে চলতে ও শয়তানের অনুসরণ থেকে বেঁচে থাকতে সেনাসদস্যদের নসিহত করেন।

অনুষ্ঠানে সেনাসদস্যগণ বিভিন্ন সামরিক কলাকৌশল প্রদর্শনের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরেন। তাদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


তথ্যসূত্র:
1. 350 youth from Panjshir, Takhar and Baghlan provinces graduate from professional and military training
– https://tinyurl.com/5akxpfn3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআখাউড়া সীমান্তে বাংলাদেশি যুবকের চোখে গুলি করলো বিএসএফ
পরবর্তী নিবন্ধগাজায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪