গাজায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪

0
32

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬৮ জন। ২৫ এপ্রিল, শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। উদ্ধার করা সম্ভব হয়নি তাদের। নিহত ও আহতের হিসেব সংক্রান্ত গণনাতেও তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।

এতে আরও বলা হয়েছে, ইসরায়েলের বর্বর বাহিনীর হামলায় গত দেড় বছরে ৫১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪১৬ জন। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।


তথ্যসূত্র:
1. Gaza death toll tops 51,400 as Israeli army kills 84 more Palestinians
– https://tinyurl.com/y78f7jkc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসফল প্রশিক্ষণ শেষে তালিবান সেনাবাহিনীতে ৩৫০ জন নতুন সদস্য পদায়ন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে প্রত্যন্ত এলাকাসমূহে উন্নয়নের ধারাবাহিকতায় পাকতিকা প্রদেশে ৬৯টি প্রকল্প উদ্বোধন