
ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কাসসাম বিগ্রেড সম্প্রতি গাজায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে “জাহান্নামের দরজা/গেটস অফ হেল” নামে একটি নতুন সামরিক অপারেশন শুরু করেছেন। এই অপারেশনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার মুজাহিদদের ২টি পৃথক অভিযানেই অন্তত ১৯ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে।
আল-কাসসাম ব্রিগেড বৃহস্পতিবার ০৮ মে, ২টি বিবৃতিতে নিশ্চিত করেছে যে, মুজাহিদিনরা এদিন গাজা উপত্যকার দক্ষিণে জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর দুটি সামরিক ইউনিটকে টার্গেট করে সফল অভিযান পরিচালনা করেছেন। মুজাহিদিনরা এদিন তাদের প্রথম অভিযানটি পরিচালনা করেছেন রাফাহ শহরের পূর্বে আল-তান্নুর এলাকার “ওমর ইবনে আব্দুল আজিজ” মসজিদের কাছে। অভিযানটি জায়োনিস্ট বাহিনীর ৭ সদস্যের সমন্বয়ে গঠিত একটি দলকে টার্গেট করে শক্তিশালী আইইডি বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়। এতে সমস্ত জায়োনিস্ট সৈন্য নিহত হয়, যাদের দেহাংশ ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। পরে নিহত জায়োনিস্ট সৈন্যদের উদ্ধারে ঘটনাস্থলে অন্য জায়োনিস্ট সৈন্যরা পৌছালে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
মুজাহিদিনরা এদিন দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন একই অঞ্চলের আল-ফিদাই এলাকার কাছে একটি বাড়ির ভিতরে। জায়োনিস্ট বাহিনীর ১২ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট উক্ত বাড়িটি ধ্বংসের প্রস্তুতি সরূপ সেখানে মাইন স্থাপন করে। মুজাহিদিনরা পূর্ব থেকেই জায়োনিস্ট বাহিনীর এই দলটির কার্যক্রম পর্যবেক্ষণ করতে থাকেন। ফলে জায়োনিস্ট বাহিনী ১২ সদস্যের এই ইউনিটটি যখন মাইন স্থাপনের জন্য বাড়িতে প্রবেশ করে, তখন মুজাহিদিনরা উপযুক্ত সময় বুঝে বাড়িটি লক্ষ্য করে ২টি অ্যান্টি-পার্সোনেল শেল এবং ১টি অ্যান্টি-আর্মর শেল নিক্ষেপ করেন।
মুজাহিদদের নিক্ষিপ্ত শেলগুলো বাড়িতে আঘাতের সাথে সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই সাথে এর তেজস্ক্রিয়ায় বাড়ির ভিতরে জায়োনিস্ট বাহিনীর স্থাপন করা মাইনগুলোও বিস্ফোরিত হয়। এতে ১২ সদস্যের পুরো জায়োনিস্ট দলটিই বিস্ফোরণ ও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে মারা যায়। পরে নিহতদের সরিয়ে নিতে ইসরায়েলি ৪টি হেলিকপ্টার ঘটনাস্থলে অবতরণ করতে দেখা যায়।
এদিন দক্ষিণ গাজার রাফাহ শহরের আল-জেনিন ও শুজাইয়্যা এলাকায়ও জায়োনিস্ট বাহিনীর অনুপ্রবেশকারী ২টি দলের সাথে তীব্র যুদ্ধ সংঘটিত হয় মুজাহিদদের। এতে আরও অনেক জায়োনিস্ট সৈন্য হতাহতের শিকার হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/f73u5hhh
– https://tinyurl.com/3u8tatsp