
২০২৫ সালের ১১ এপ্রিল পাকিস্তানে ৩টি জিহাদি দলের সমন্বয়ে গঠিত হয় ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান। নতুন দল প্রতিষ্ঠার পর গত ১১ মে পর্যন্ত, দলটির মুজাহিদিনরা পাকিস্তান জুড়ে এক মাসে অন্তত ৭৫টি সামরিক অভিযান পরিচালনার তথ্য নিশ্চিত করেছে।
দলটির প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, মুজাহিদিনরা গত ৩০দিনে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের ৫টি জেলায় উক্ত অভিযানগুলো পরিচালনা করছেন। এর মধ্যে দলটির মুজাহিদিনরা খাইবারে ৩৩টি, উত্তর ওয়াজিরিস্তানে ৩০টি, বান্নুতে ৬টি, দক্ষিণ ওয়াজিরিস্তানে ৫টি এবং ওরাকজাইতে ১টি অভিযান পরিচালনা করছেন।
আইএমপি জোটের মুজাহিদদের বীরত্বপূর্ণ এসকল অভিযানে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ১০৪ সদস্য নিহত এবং আরও ৪৯ এরও বেশি সৈন্য আহত হয়েছে। সেই সাথে মুজাহিদিনরা শত্রু বাহিনীর ২২টিরও বেশি সামরিক যান, গাড়ি, ড্রোন ও নজরদারি ক্যামেরা ধ্বংস করেছেন। এছাড়াও মুজাহিদিনরা ১টি গাড়ি ও ড্রোন সহ বেশ কিছু অস্ত্র গনিমত লাভ করেছেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/mrwwmu4d