
গাজা উপত্যকায় ত্রাণ নিতে যাওয়ার পথে বর্বর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৪০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রসের একটি অস্থায়ী হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা। ১ জুন, রবিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত মানুষ খাবার সংগ্রহ করতে যাওয়ার সময় আচমকা গুলি চালায় সন্ত্রাসী ইসরায়েলি সেনারা। গুলিবর্ষণের ঘটনাস্থলটি ছিল বিতরণকেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং সেটি ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা।
আল জাজিরা এ্যারাবিকের প্রতিনিধি গাজা থেকে জানিয়েছেন, ১ জুন, রবিবার দক্ষিণ গাজার রাফায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে কমপক্ষে ৪০ জন নিহত এবং ২২০ জন আহত হন।
৪০ বছর বয়সী বাসিন্দা ইব্রাহিম আবু সাউদ জানান, আমরা সেনাবাহিনী থেকে মাত্র ৩০০ মিটার দূরে ছিলাম, তখনই গুলি চালায়। এতে অনেক নারী-পুরুষ শহীদ হয়েছেন।
৩৩ বছর বয়সী মোহাম্মদ আবু তায়িমা বলেন, আমার চাচাতো ভাই ও এক নারী গুলিতে মারা যান। আমার ভায়রাও আহত হয়েছেন। ওরা সরাসরি আমাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিতরণ ব্যবস্থাকে ‘হামাসের সহায়তা চুরি ঠেকানোর উদ্যোগ’ বলে বর্ণনা করলেও জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা একে মানবিক নীতিমালার লঙ্ঘন বলে মনে করছে। কারণ, এতে সহায়তা পেতে ফিলিস্তিনিদের নির্ধারিত স্থানে যেতে বাধ্য করা হয় এবং তা আরও গৃহহীনতা ও বিপদের ঝুঁকি বাড়িয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা, বাস্তুচ্যুত হয়েছেন অঞ্চলটির ৯০ শতাংশ মানুষ।
তথ্যসূত্র:
1. LIVE: Israeli forces kill 40 Palestinians at US-backed aid sites in Gaza
– https://tinyurl.com/y2xpedfd
2. Dozens killed and scores injured in shooting near aid point in Gaza
– https://tinyurl.com/yn9udmuj